Posts

Showing posts from April, 2020

বুক রিভিউ: মুহাম্মাদ (সঃ) - হৃদয়ের বাদশাহ

Image
আল্লাহ'র রাসূল (সঃ) এর জীবনী পড়া হয়েছে কয়েকটা। শুরুটা ছিল আমার প্রিয় একটা বই, Martin Lings এর Muhammad -  His Life Based on the Earliest Sources  বইটা দিয়ে। প্রথম সীরাত-পাঠ হিসেবে জেনারেল শিক্ষিতদের জন্য খুবই ভালো একটা অপশন। পরবর্তীতে পড়া হয় বিখ্যাত The Sealed Nectar , বর্তমানে সবচেয়ে বেশি পঠিত সীরাতগুলোর মধ্যে অন্যতম। আরও কিছু সীরাতের বই পড়া হয়েছে তবে একটানা পুরোটা না। অনেকদিন ধরেই ভাবছিলাম আরেকটা সীরাত শুরু করা দরকার। আমার ওয়াইফও আমাকে বলেছে বেশ কয়েকবার। বর্তমান মহামারীর শুরুর সময় থেকে পরিচিত আলেমদের থেকে শুনছি, এই সময় সীরাতের চর্চা করা জরুরি। কোনটা পড়া যায়? রাশিদ হাইলামায এর লেখা Sultan of Hearts  এর কথা শুনেছি অনেক। মাকতাবাতুল ফুরকান থেকে মুহাম্মাদ (সঃ) - হৃদয়ের বাদশাহ   নামে বেরিয়েছে বাংলা অনুবাদও। ওই প্রকাশনার আদম আলী ভাই বেশ কয়েক বছর ধরে আমার পরিচিত। প্রফেসর হযরতের মাদ্রাসার দফতরে অনেক দিন খোলামেলা আড্ডা হয়েছে ভাইয়ের সাথে, হয়েছে এক সাথে কিছু দ্বীনি সফরও। উনার লেখার ভক্ত আমি এবং আমার ওয়াইফ দুজনই। খুব সহজ সাবলীল ভাষায় উনার অবজারভেশনগুলো তুলে ধরেন। একদিন জিজ্ঞেস করলাম, &q

ভুল বুঝার হিসাব নিকাশ

কেউ যখন ভুল বুঝে তখন কেমন লাগে? কাউকে কোনো কিছু বলেছি সম্পূর্ণ ভালো মনে, এবং আন্তরিকভাবে। অথচ পরে তার কাছে থেকে সরাসরি, অথবা অন্য করোও মাধ্যমে জানতে পেরেছি যে, সে ওই কথাটাকে একেবারে অন্যভাবে নিয়েছে। আমার কথাটা ছিল পুরোপুরি পজিটিভ এঙ্গেল  থেকে, অথচ সে নিয়েছে নেগেটিভলি! যেই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে বলেছি, তার সাথে তার দৃষ্টিভঙ্গির পার্থক্য ১৮০ ডিগ্রি। আমি হয়তো বলেছি অনুরোধ হিসেবে, অন্যজন নিয়েছে আদেশ হিসেবে। আমি মনের কোনো অবস্থা শেয়ার করেছি হয়তো, কেবল হালকা হওয়ার জন্য, যেমন আমরা কাছে মানুষদের কাছে শেয়ার করি। দেখা গেলো সে মনে করে বসে আছে আমি তার কাছে অভিযোগ করছি! ব্যক্তিগত বা পারিবারিক জীবনে, কিংবা অফিসে, বেশ কয়েকবার এরকম situation এর মুখোমুখি হয়েছি। এরকম ভুল বুঝার শিকার হলে আমার মধ্যে এক এক সময় এক এক রকম রিএকশন হয়। কখনো প্রচন্ড রাগ লাগে!  আমি বললাম কি আর সে বুঝলো কি! কখন হই প্রচন্ড বিস্মিত। আরে আজব! আমি কি উনাকে এটা mean করেছি নাকি? কখনও বা খুব মন খারাপ হয়েছে। মানুষ আমাকে নেগেটিভলি নিচ্ছে কোনো? প্রব্লেমটা কি আমার? নাকি অন্যদের? আবার কখনো কখনো ভুল বুঝার ধরণটা এতটাই অবাস্তব ও