Posts

Showing posts from March, 2016

লালাখালে এক একলা পথিক

Image
সিলেটে এই নিয়ে ৪র্থ বার আসা , আর প্রতিটা সফরই রীতিমত unique! প্রথমবার , সেই কত বছর আগে ! সেবারই প্রথম ট্যুর এর মজা ' র স্বাদ পেয়েছিলাম । মজাটা আরও অনেক বেশি হয়েছিল কারণ ফ্যামিলির আমরা ৫ জন ছাড়াও সেবার সাথে ছিল আমাদের প্রিয় দাদি , আরও ছিল আমার cousin লাকি আপু । সেই ট্রিপের খুব বেশি কিছু মনে না থাকলেও , সেই ট্রেন এর যাত্রাটা খুব মনে পরে । আরেকটা দৃশ্য ভেসে ওঠে ঝাপসাভাবে । পাহাড়ের উপরে , সবুজের মাঝখানে একটা বাংলো , চারপাশের ঘাসে ঢাকা চত্বরটা ফুলের গাছে ঘেরা । কিনারে গিয়ে ফুলের ঝোপ দুই হাতে সরাতেই ... ।। সুবহানাল্লাহ ! নিচে বহদুর পর্যন্ত ঢেউ খেলে নেমে গেছে চা - পাতায় ঢাকা এক সাগর ! এরকম দৃশ্য সেই প্রথম । ঘুরে বেরানোর প্রতি আমার constant আকর্ষণটা মনে হয় তখন থেকেই শুরু ।